ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের সবার প্রিয় আব্দুল গোফরান স্যারের ইন্তেকাল

Link Copied!

ঠাকুরগাঁও শহরের চিরচেনা মুখ, রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল গোফরান স্যার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি..রাজিউন। তিনি বুধবার সকালে ঢাকা পিজি হাসপাতালে অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার সকাল ৯টায় তাঁর মরদেহ ঠাকুরগাঁও ডায়াবেটিকস হাসপাতাল নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর সকাল ১০ টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হবে। সেখানে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের পর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মুন্সিপাড়া গোরস্থানে দাফন করা হবে বলে জানায় পরিবারের সদস্যগণ।

তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারনে প্রথমে ঠাকুরগাঁও ও পরে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক মো: মাহাবুব হোসেন তুহিন, জেলা যুবদলের আহবায়ক মো: আবু হানিফ মুক্তা, সদস্য সচিব মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো: মাসুদুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক মো: কামরুল ইসলাম কামু, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েসসহ সর্বস্তরের মানুষজন গভীর শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।