ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয় দখলে নিয়েছে জুলাই যোদ্ধারা। বুধবার (১৪ মে) দুপুরে জুলাই-আগস্টে আহতরা ভবনটি দখলে নেয় এবং জুলাই যোদ্ধা নামে লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। পরবর্তীতে আগস্টে পুড়িয়ে দেওয়া ভবনের কক্ষগুলো পরিস্কার পরিছন্নতা করতে দেখা যায় তাদের।
ভবনটি পরিস্কার পরিছন্নতার সময় আহত ব্যক্তিরা জানান, স্বৈরাচার সরকার পালানোর সাথে সাথেই তাদের দোসররাও পালিয়েছে। যেহেতু ভবনটি বর্তমানে অপরিস্কার ও অপরিছন্নতা অবস্থায় পরে আছে। এ কারণে কার্যালয়টি জুলাই যোদ্ধাদের বসার জায়গা হিসেবে ব্যবহার করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পতনের দিনে জেলা আওয়ামী লীগের ওই কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়ে যাওয়া কার্যালয়টিতে থাকা বেশ কিছু আসবাবপত্র পড়ে অঙ্গার হয়ে যায়।
এ বিষয়ে জুলাই যোদ্ধাদের আহ্বায়ক রায়হান অপু জানান, যেহেতু ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এ কারণে জুলাই-আগস্টে যারা আহত হয়েছে তারাসহ যুব সমাজ এই ভবনটিতে যাতায়াত করবে। ক্রীড়া, সাংস্কৃতিসহ সমাজের ভালো কাজগুলো কীভাবে করা যায় এসব বিষয়ে আলোচনা করতে সবার জায়গা হিসেবেই ভবনটি ব্যবহার করা হবে।