বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে খেলতে খেলতে ঝিরির কুমে ডুবে মারা গেছে এক শিশু । তার নাম মো: তাকরিম(৪)। সে সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেহেরপুর গ্রামের আব্দুল গফুর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন শিশুটির জেঠা আলতাফ মিয়া। তিনি বলেন তার ভাইপু খেলতে গিয়ে
ঝিরির কুমে দিকে চলে যায়। এক পর্যায়ে ঝিরির কুমে পড়ে ডুবে যায়।
এদিকে শিশুটির মা বড়ির পাশের শসা ক্ষেতে কাজ করছিল। তথন বেলা ৩ টা। আর শিশুটি মায়ের পাশে খেলছিল। এক পর্যায়ে মায়ের অগোচরে সে পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্থার করা হয়।
তিনি আরো জানান,ঘটনাস্থল মেহেরপুর গ্রামের পিতা গফুরের বসতঘর থেকে প্রায় ২ শ গজ দুরে ঝিরির কুম এলাকায়।
ঘটনায় গফুরের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
নাইক্ষ্যংছড়ি পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত