ঢাকাবৃহস্পতিবার , ১৫ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:
মে ১৫, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উল্টো পথে এসে ইউটার্ন নিতে গিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় শওকত হোসেন নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(১৫ মে) দুপুরের দিকে মহাসড়কের উপজেলার জৈনা বাজারে ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শওকত হোসেন (৫৫) উপজেলার ভুতুলিয়া গ্রামের ঢং পাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে নিজের অটোভ্যান নিয়ে জৈনা বাজার থেকে মহাসড়কের ইউটার্নে পূর্ব পাশে একটি দোকানে মাল আনতে যাওয়ার চেষ্টা করছিলেন শওকত হোসেন। মহাসড়কের উল্টো পথ ধরে পূর্ব পাশে যাওয়ার চেষ্টা মাত্রই ময়মনসিংহ গামী একটি অজ্ঞাতনামা কভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ভ্যানসহ মহাসড়কে ছিটকে পড়েন শওকত হোসেন। এসময় সড়কের পাশে হট্টগোল শুনতে পেয়ে আমরা কয়েক জন দৌড়ে গিয়ে দেখি সেখানে রক্তাক্ত অবস্থায় নিথর দেহ পড়ে আছে তাঁর।পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একটি কাভার্ডভ্যান তাঁর ভ্যানকে ধাক্কা দেয় বলে জানা গেছে।নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।