সিরাজগঞ্জের তাড়াশে কুন্দইল বিলচলন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের ছাত্র রানিক হাসান লিখন ( ১৮)’র বিরুদ্ধে। অভিযোগের
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান।
ধর্ষণ চেষ্টার অভিযোগে এনে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রীর মা মনিজা বেগম।
লিখিত অভিযোগে জানা যায়, গত ৩০ এপ্রিল বিদ্যালয় চলাকালীন সময় টিফিন চলাকালীন সময়ে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র লিখন জরুরী কথা বলার জন্য বিদ্যালয়ের চতুর্থ তলায় নিয়ে যায় ওই ছাত্রীকে। কথা বলার একপর্যায়ে তাকে জাপটে ধরে ওয়াশ রুমের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে । এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে তার বান্ধবী মিম ও মেহজাবিন দৌড়ে গিয়ে তাকে উদ্ধার। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়টি জানালে তিনি ব্যবস্থা নিবেন বলে সময় ক্ষেপণ করতে থাকেন। এ দিকে এ বিষয়ে কোন কিছু না করার জন্য লিখন ও তার পরিবারের লোকজন হুমকি প্রদান করতে থাকে ভিকটিমের পরিবারকে। এতে নিরুপায় হয়ে ১৫ মে বৃহস্পতিবার বিকেলে ছাত্রীর মা মনিজা বেগম তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে অভিযুক্ত লিখনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ও তাকে পাওয়া যায়নি। পরিবারের লোকজন বলছে সে বাড়িতে নেই।
এ ব্যাপারে তাড়াশ থানা ওসি মো. জিয়াউর রহমান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।