মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।
বৃহস্পতিবার(১৫ মে) বিকাল ৪ টা থেকে শুরু হওয়া ঘন্টাব্যাপী এ ঝড়ে কালকিনি উপজেলার পৌরসভা, শিকারমঙ্গল, সিডিখান, এনায়েত নগর ইউনিয়ন ও ডাসার উপজেলার গোপালপুর সহ কয়েকটি ইউনিয়নে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ঝড়ে জমিতে থাকা ইরি ও বোরো ধানের ব্যাপক ক্ষতি সহ আম,কাঁঠাল এবং বিভিন্ন ফলজ ও বনজ গাছ ভেঙ্গে পড়ে।
এসময় বড় বড় গাছ পড়ে বসত ঘর ও বৈদ্যুতিক লাইনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
এসময় বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে দুই উপজেলার কয়েক লাখ মানুষ।
এ বিষয়ে কালকিনি পল্লী বিদ্যুতের ডিজিএম পংকজ সিকদার বলেন,"ঝড়ে বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ও তারের উপর গাছ পড়েছে বিধায় বিদ্যুৎ সংযোগ দিতে বিলম্ব হচ্ছে। তবে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের কর্মীরা কাজ করে যাচ্ছে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য।"
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন,"ঝড়ে উপজেলা জুড়ে অনেক ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। আমরা উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের তালিকা করার জন্য কাজ করছি।তালিকা করে ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হবে।"
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত