১৫ মে ২০২৫ তারিখ রাত ১১ ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩১৩ লেঃ কর্নেল মোঃ খালিদ ইবনে হোসেন, বিপিএম, পিএসসি, অর্ডন্যান্স এর নির্দেশনায় তবলছড়ি বিওপির বিওপি কমান্ডার জেসিও-৭৫৪৩ নাঃ সুবেঃ মোঃ আবু তাহের পাটোয়ারী, বিআরএম এর নেতৃত্বে ০১ টি বিশেষ টহল দল তবলছড়ি বিওপি হতে আনুমানিক ০১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে সীমান্ত হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌধুরীপাড়া নামক স্থানে গমন করে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ২ x বিদেশী পিস্তল (১ x যুক্তরাষ্ট্রের ৯ এমএম ও ১ x ভারতীয় ৮ এমএম) এবং ২ x রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করে।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত