ঢাকাশুক্রবার , ১৬ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

ঘুমধুমে বিজিবি-পুলিশের পৃথক অভিযান ১২ হাজার ইয়াবা,মটরবাইকসহ আটক -১

Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে ১২ হাজার ইয়াবা টেবলেট ও ১ টি মটরবাইকসহ ১ ইয়াবাকারবারীকে আটক করা হয়।
পৃথক দু’অভিযান পরিচালিত হয়,বুধবার গভীরবাত ও বৃহস্পতিবার দুপুরে।

বুধবার রাতে ৩৪ বিজিবির অধীনস্থ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু পাড়া বিওপি টহল দলের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা টেবলেট জব্দ করে বিজিবি জোয়ানরা।
এ অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি সূত্র জানান রেজুপাড়া সীমান্তে লেবুবাগান খালের পাশে কৌশলগত অবস্থান নেয় তারা । রাত সাড়ে ১১টার দিকে দুইজন ব্যক্তিকে একটি কাপড়ের ব্যাগ হাতে নিয়ে সীমান্ত সীসান্ত পার হতে দেখে বিজিবি জোয়ানরা।
তারা কারবারীদের চ্যালেঞ্জ করলে ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত ব্যাগে পাওয়া যায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি।
এদিকে পৃথক ঘটনায় বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ২ টার দিকে ঘুমধুম ইউনিয়নের ইয়াহিয়া গার্ডেন নামক এলাকা পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ও একটি মোটরবাইক সহ ১ জনকে আটক করেন। আটককৃতের নাম ওসমান গনি ( ২৮)। তার বাড়ি ককসবাজার শহরে।
বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো:মাশরুরুল হক। উভয় ঘটনায় থানায় মামলা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।