ঢাকাশুক্রবার , ১৬ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধিঃ
মে ১৬, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

নানিয়ারচর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকালে নানিয়ারচর হার্টিকালচার সেন্টার মিলনায়তনে ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

কৃষি বিভাগের উদ্যোগে দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশাসন ও অর্থ উইং পরিচালক মো. হাবিবউল্ল্যাহ।

এতে গেষ্ট অব অনার ছিলেন, নানিয়ারচর জোন প্রতিনিধি, জোন সিকিউরিটি অফিসার মেজর মো. আসিফুর রহমান (পিএসসি)।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. হায়দার এর সভাপতিত্বে নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, নানিয়ারচর কৃষি সম্প্রসারণ অফিসার মো. আজিজুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবউল্লাহ বলেন, কৃষি পণ্যের গুনাগুন নিশ্চিত করে আমাদের কৃষি পার্টনাররা এসব নির্ভেজাল পণ্য বাজারজাত করতে কাজ করবে। স্থানীয়ভাবে কৃষি পার্টনার গ্রুপ তৈরী করা হবে। এসব গ্রুপ পার্টনার সদস্যরা উত্তম কৃষি চর্চার মাধ্যমে তারা আদর্শ কৃষি হিসেবে গড়ে উঠবেন।

এদিকে উপজেলা কৃষি বিভাগের এই আয়োজনে বৈষম্যের অভিযোগ তোলেন স্থানীয় বেশি কিছু পরিবার৷ এবিষয়ে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান বলেন, কৃষি বিভাগের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি কৃষকদের উন্নয়নে কাজ করবেন৷ কিন্তু কৃষি বিভাগের এই তালিকায় কোন বাঙালি পরিবারের সদস্য নেই। আমার জানামতে নানিয়ারচরে কয়েক হাজার বাঙালি কৃষক রয়েছে৷ তাদের কে উন্নত কৃষি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।