পর্যটন নগরী কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে বরিশাল মহনগড়ের ৭ জুয়াড়ীকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ নগদ ১৫ হাজার ৮’শ টাকা জব্দ করা হয়েছে। শুক্রবার (১৬ মে) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডে অবস্থিত লাইট হাউস নামে একটি আবাসিক হোটেল থেকে এসব জুয়াড়িদের আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আবাসিক হোটেল লাইট হাউস এর ৩০১ নম্বর কক্ষ ভাড়া নিয়ে জুয়া খেলছিলেন গোরাঙ্গ মন্ডল (৪০), ভজন দাস (৩৭), সজল ঘরামী (৩৬), দীপঙ্কর চক্রবর্তী (৫০),
শাহীন শেখ (৫০), নাসির ফরাজী (৪৫), আব্দুল হাই (৫১)। আটককৃত জুয়াড়িরা বরিশাল শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ বিষয়ে মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা রুজু হয়েছে। শনিবার (১৭ মে) সকালে আটক জুয়াড়িদে আদালতে প্রেরণ করা হয়েছে।