নোয়াখালী জেলা মাইজদীতে ৫০ লাখ টাকা যৌতুক না দেওয়াই বিয়ের আসর থেকে পালিয়ে গেছে এমন অভিযোগ উঠেছে সরকারি ড্রাগ সুপার ইকবাল হোসেন নামে এক বর। এই ঘটনায় কনের লোকজন সহ উভয় পক্ষের ৫জন আহত হয়েছে। এই নিয়ে শুক্রবার জুম্মার নামাজের পর থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বাকবিতন্ডা চলে। পরে সুধারাম থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর ড্রাগ সুপার সহ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল সাড়ে চারটায় জেলা শহর মাইজদীর মেহেরান ডাইন রেস্টুরেন্টে। কনে পক্ষের মামা হিরন সহ অনেকে জানান, বিয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার দুপুরে কনে পক্ষের ৩০০ লোকের জন্য মেহরান ডাইনে খাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর পক্ষের লোকজনকে খাওয়া—দাওয়া দেওয়া হয়েছে। একপর্যায়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার জন্য প্রস্তুতি নিলে বরকে আর খুজে পাওয়া যায় না। খেঁাজ নিয়ে যানা গেছে, পরে বর একটি রুমে পাওয়া গেছে। বর এসে কনে পক্ষের মামাদের নিকট ৫০ লক্ষ টাকা যৌতুকের টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে বর উঠে এসে পালিয়ে যাই। বিয়ে করবে না বলে জানিয়ে দেই। এই নিয়ে দুই পক্ষের মধ্যেও বাড়াবাড়ি ও হাতাহাতি হয়। পরে বরের পক্ষের লোকজন এসে কনের লোকজনের উপর হামলা করে।। কনে পক্ষের লোকজন ও স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ এসে বর সহ দুজনকে আটক করে থানায় নিয়ে যাই। জানা যায়, অনার্স পড়ুয়া মেয়েটি এতিম। কয়েক বছর আগে তার বাপ মারা যায়। তার বাড়ি কবিরহাটে। মামারা এই বিয়ের আয়োজন করছিল। বর একজন ড্রাগ অফিসে ড্রাগ সুপার বলে জানা গেছে। সে নোয়াখালীতে চাকরি করে। তার গ্রামের বাড়ী ফেনী জেলার দাগনভূইয়াতে। এ বিষয়ে জানতে চাইলে বরের ভাই সোহরাব হোসেন জানান, মেয়েদের পারিবারিক একটি বিষয় নিয়ে আমার ভাই একটি রুমে গিয়েছিল। সে পালিয়ে যায়নি এবং ৫০ লক্ষ টাকা যৌতুক দাবি করেনি। এখন তারা আমাদের বিরুদ্ধে উল্টো অভিযোগ দিচ্ছে। আমার ভাই একজন ড্রাগ সুপার। এই ঘটনায় জেলা শহর মাইজদীতে টক অব দা টাউনে পরিণত হয়েছে। স্থানীয়রা এ ঘটনার দৃষ্টান্তমূলক দাবি করছেন। নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, এই ঘটনায় বর সহ দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত