পটুয়াখালীর বাউফলে বাল্যবিবাহ নিরুৎসাহিতকরণ ও মাদকমুক্ত বাউফল বির্নিমানের লক্ষ্য "সাফিয়া বেগম স্মৃতি সংস্থার" উদ্যোগে উদ্ধদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে দুপুর ১২ টার দিকে বউফল সদর ইউনিয়নের হোসনাবাদ গ্রামে 'সাফিয়া বেগম স্মৃতি সংস্থা'র ক্যাম্পাসে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।"সাফিয়া বেগম স্মৃতি" সংস্থার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো.নুর ইসরাইল তালুকদারের সঞ্চালনায় ও বীর মুক্তযোদ্ধা এসএ জলিল হিরু মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে থাকার কথা ছিল পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মো. আরেফিন, কিন্তু রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় ভিডিও বার্তায় বক্তব্যে রাখেন তিনি। রাষ্ট্রীয় কাজে ব্যস্থ থাকায় জেলা প্রশাসকের অনুপস্থিতিতে প্রধান অথিতি হিসেবে আসন অলংকৃত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির মহিলা বিষায়ক সম্পাদিকা নাজমুন নাহার নাজু, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. হামিমুর রশিদ, , বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আপেল মাহমুদ ফিরোজ, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসাহাক মিয়া, বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মো. জসিম উদ্দিন। বীর মুক্তযোদ্ধা এসএ জলিল হিরু মিয়া তার বক্তব্যে মাদক নির্মূল করার জন্য সকলের প্রতি আহবান জানান এবং বাউফলকে কয়েকটি জোনে বিভক্ত করে মাদকবিরোধী অভিযান পরিচালনা করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. হামিমুর রশিদ বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি এর কবল গ্রাস থেকে মুক্তি পেতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। মাদক নিয়ন্ত্রণে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতা থাকবে। এবং ভবিষ্যতে আমরা কঠোরভাবে মাদক নিয়ন্ত্রণ করব।
আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, স্থানীয় সুধী সহবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত