পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ১৬ জেলে সহ ৩ টি মাছধরা ট্রলার আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। শনিবার দুপুরে ফাতরার বন সংলগ্ন সাগর থেকে এসব জেলেদের আটক করা হয়। পরে ৩ ট্রলারের মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। এসময় নিষেধাজ্ঞাকালীন সময়ে সাগরে আর মাছ শিকার করবেনা মর্মে মুচলেখা দিলে ট্রলার ও জেলেদের ছেড়ে দেয়া হয়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, সকালে এসব জেলেরা সাগরে গিয়ে জাল ফেলে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞা অমান্য করে শত শত জেলে ট্রলার সমুদ্রে রয়েছে। এসব ট্রলার গুলো মৎস্য বন্দর আলিপুর-মহিপুর, রাঙ্গাবালী, চরফ্যাশন, নোয়াখালীর রামগতি সহ উপকুলের বিভিন্ন মৎস্য বাজার খোলা বাজারে বেচাকেনা হচ্ছে। অভিযানে উপকুলভাগে কতিপয় জেলে ধরা পরলেও মাছ শিকার বন্ধ হয়নি সমুদ্রে এমনই অভিযোগ সাধারণ জেলেদের। বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন বাজারে।
গভীর সমুদ্রে নৌ বাহিনীর টহল জোরদার করা হলে সমুদ্রে মাছ শিকার থেকে বিরত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত