সদ্য নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের গুইমারা ইউনিয়ন সভাপতি জনার্ধন সেনকে আটক করেছে গুইমারা থানা পুলিশের সদস্যরা।
১৭ মে রাতে গুইমারা থানার এসআই(নিরস্ত্র) শিবব্রত দাস এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে গুইমারা থানাধীন রামসু বাজার মোড় হইতে গুইমারা থানার মামলা নং-০১, তারিখ: ০৩/১০/২০২৪খ্রি: ধারা- ১৪৩/১৪৭/৪৪৮/ ৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৪৩৬/ ৩৮০/৫০৬/১১৪ পেনাল কোড তৎসহ ৩/৪ The Explsive Substance Act 1903 মামলায় তদন্তেপ্রাপ্ত সন্দিগ্ধ আসামী জনার্দন (৫৪), পিতা-মৃত নিতাই চন্দ্র সেন, ডাক্তার টিলা, গুইমারা খাগড়াছড়ি কে আটক করে।
গ্রেফতারকৃত আসামী গুইমারা উপজেলা আওয়ামীলীগের কোষাদক্ষ ও ১ নং গুইমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য।
উল্লেখ্য যে ৫ আগষ্ট পরবর্তী কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলেও অতিসম্প্রতি গুইমারাতে একধরনের প্রকাশ্যেই ছিলেন আওয়ামী লীগের এ নেতা।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী আটকের ঘটনা নিশ্চিত করে বলেন আটককৃতকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত