ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেবিদ্বারে মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্রদল এই কর্মসূচি পালন করেন।
রোববার সকালে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের সামনে মানববন্ধন করেন সংগঠনটির নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল সরকার, যুগ্ম-আহ্বায়ক আরিফ হোসেন, সাদেক হোসেন খোকা, পৌর ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম, সদস্য সাজ্জাদ হোসেন।
এসময় দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি র্যালী বের হয়ে কলেজ গেইটের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাদেক হোসেন মাহিন, যুগ্ম-আহ্বায়ক মোঃ রিফাত, সদস্য মোঃ সজিব সহ অন্যরা উপজেলা, পৌরসভা এবং কলেজ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিরাপদ শিক্ষাঙ্গনের দাবি জানান।