সিরাজগঞ্জের তাড়াশে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে কলেজ ছাত্রসহ দুই জনকে পিটিয়ে গুরুত্বর আহতকরা হয়েছে। আহতরা হলেন মো. সাব্বির হোসেন ও রবিন হোসেন। আহতদের প্রথমে চিকিৎসার জন্য তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার সগুনা ইউনিয়নের পতিরামপুর গ্রামে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের আলী হাসানের সাথে বাধন সরকার গংদের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় বাধন গংদের লোকজন হাসান আলীর কলেজ পড়–য়া ছেলে মো. সাব্বির হোসেন ও তার চাচাতো ভাই রবিন হোসেনকে মারধর করে আহত করে।
রবিবার সকালে তারা আইনগত সহায়তা ও উন্নত চিকিৎসার জন্য বের হলে উপজেলার বারুহাস বাজারে তাদের উপর আবারও আক্রমন করা হয়। এ সময় পতিরামপুর গ্রামের বাধন, রাজ, নয়ন, অনিক, খায়রুল, শ্যামল, আলিফ, আলহাজ্ব ও রাব্বি সরকার লাঠি শোটা ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এতে মো. সাব্বির হোসেন ও রবিন হোসেন গুরুত্বর আহত হলে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎক মূমুর্ষ অবস্থায় তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করেন।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, বিষয়টি নিয়ে এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।