ঢাকারবিবার , ১৮ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

মহিপুরে চাঁদা না পেয়ে ইউপি সদস্যের উপর হামলা, হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা

Link Copied!

চাঁদার টাকা না পেয়ে ইউপি সদস্যের হাত পা ভেঙে দিলেন যুবদল নেতাকর্মীরা।
পটুয়াখালীর মহিপুর থানা সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। গত ১৫ মে (বৃহস্পতিবার) নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে তার উপর এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাগেছে, হামলার নেতৃত্ব দেন একই ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী ফুল মিয়া হাওলাদার। তার সঙ্গে ছিল ছেলে আনোয়ার, ভাতিজা মাসুম, মনির, ইসমাইল এবং কলাপাড়া উপজেলা যুবদলের প্রভাবশালী নেতা টিটো ফকিরসহ একটি সন্ত্রাসী গ্রুপ।

হামলায় সেবাহান হাওলাদারের একটি হাত ও
একটি পা ভেঙে দেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানাগেছে, ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর আওয়ামী নেতাকর্মীদের নামে একটি মামলা দায়ের করা হয়, মামলাটি করেন একজন স্থানীয় বিএনপি নেতা। ইউপি সদস্য সেবাহান হাওলাদার ওই মামলায় আসামি। মামলার হাজিরা দিতে তিনি গত ১৫ মে কলাপাড়া উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যান। সেখান থেকে ফেরার পথে তার উপর এই নৃশংস হামলা চালানো হয়।

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্টের পরেও সেবাহান হাওলাদারের ওপর একই ধরনের হামলা হয়েছিল, যাতে তার একটি পা ভেঙে যায়। এবারের হামলায় অন্য পা ও একটি হাত ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনার পর ইউপ সদস্যের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে।
এ হামলা মামলার ঘটনা ঘিরে
চাঁদাদাবীর একটি কল রেকর্ড ভাইরাল হয়। ওই অডিও রেকর্ডে শোনা যায়, যুবদল নেতা টিটো ফকির ইউপি সদস্য সেবাহান হাওলাদারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করছেন। চাঁদা না দেওয়ায় এ হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

সেবাহানের পরিবারের দাবি, তাকে পূর্বপরিকল্পিতভাবে আটকে রেখে সমঝোতার নামে চাঁদার জন্য চাপ সৃষ্টি করা হয়। টাকা না দেওয়ায় তার হাত-পা ভেঙে দেয় সন্ত্রাসীরা।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।