বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাই সুনীল মাতাকে (৫৫) কুপিয়ে হত্যার ঘটনায় বড় ভাই নিখিল মাতাকে (৬০) আটক করেছে পুলিশ।
শনিবার (১৭মে) রাত ৯টার দিকে রামচন্দ্র্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে ওই হত্যার ঘটনা ঘটে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব আল রশিদ এ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কৃষক সুনীল মাতা ওই গ্রামের সুধাংশু মাতার ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
পারিবারিক দ্বন্দ্বে ও সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনার সময় সুনীল মাতাকে তার আপন বড় ভাই নিখিল মাতা ও ভাইয়ের ছেলে নিলকান্ত মাতা ধারালো অস্ত্র দিয়ে নিজ বাড়ির সামনে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্বজনরা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে থানার ওসি মো. রাজীব আল রশিদ বলেন, সীমানা সংক্রান্ত বিরোধের কারণে গতকাল শনিবার বিকেলে সুনীল মাতার সঙ্গে ঝগড়া হয় তার বড় ভাই নিখিল মাতা ও ভাইয়ের ছেলে নীলকান্তর। ওই ঘটনার জের ধরে রাত ৯টার দিকে কৃষক সুনীলকে নিখিল ও নীলকান্ত কুপিয়ে জখম করে। এরপর বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে সুনীল মাতার মৃত্যু হয়। তিনি আরও জানান, শনিবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে ঘাতক বড় ভাই নিখিল মাতাকে আকট করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত