ঝিনাইদহ সদর উপজেলার একটি প্রাইভেট হাসপাতালের কেবিন থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৩ মে) সকাল ৮টার দিকে জেলা শহরের রাবেয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম অনিল বিন (২৮)।তিনি ময়মনসিংহ সদর উপজেলার চর কালীবাড়ী এলাকার হীরালাল বিনের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি রাবেয়া হাসপাতালের সার্জন তারিক আখতার খানের ব্যক্তিগত গাড়ি চালাক।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে একটি কেবিনের জানালার সঙ্গে ওই যুবকের মরদেহ ঝুলছিল।পরে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রাবেয়া হাসপাতালের পরিচালক সোহেল রানা বলেন,তিনি সার্জন ডা. তারিক আক্তার খাঁনের বক্তিগত গাড়ি চালাতেন। কাল সন্ধ্যায় তিনি ডা. তারিক আক্তার খাঁনকে নিয়ে হাসপাতালে আসেন।হাসপাতালের একটি কেবিনে তিনি রাতে ঘুমানোর জন্য ছিলেন।পরবর্তীতে সকালে তাঁর ঝুলন্ত মরদেহ দেখে আমাকে খবর দিলে বিষয়টি আমি জানতে পারি।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত