ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চর কাটারী বোটঘর গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে আকাশ মোল্লা এবং একই জেলার শিবালয় থানার আলকদিয়া জোরান সিকদার পাড়া গ্রামের মৃত জোরান সিকদারের ছেলে মোঃ আরব আলী সিকদার।
পুলিশ জানায়,বৃহস্পতিবার সকালে সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির নিয়মিত মেঘনা নদীতে টহল করা কালে এসআই আসাদুজ্জামান ও এসআই গিয়াসউদ্দিন উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ট্রলার যোগে ভৈরব এলাকা হতে বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দির দিকে মাদকের চালান যাচ্ছে এসময় ট্রলারটিকে দেখে স্পিডবোট দিয়ে পুলিশ ফিল্মি স্টাইলে দাওয়া দিলে ট্রলার টির পিছনে দীর্ঘক্ষণ পর্যন্ত পুলিশের স্পিডবোট টি মেঘনা নদীতে পিছু নেয় এক পর্যায়ে তারা জয়কালীপুর গ্রামের পশ্চিম পাড়া মেঘনা নদীর তীরে ট্রলার টি কে ভিড়িয়ে পালানোর চেষ্টা করে স্থানীয় জনতার সহায়তায় তাদের আটক করতে সক্ষম হয়।
এসময় ট্রলারে থাকা ৭০ কেজি গাঁজা ও দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে এসময় তাদের সঙ্গে থাকা আরেকজন পালিয়ে যায়।সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ হায়দার তালুকদার জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।