বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পাহাড়ি দুর্গম পরিবার পেল বিশেষ প্রকল্পর কর্মসূচির চাউল। ৩ জুলাই বৃহস্পতিবার সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহাবুব এলাহী ও পরিষদের সচিব মোহাম্মদ হোসাইন উপস্থিত থেকে, এই কর্মসূচি উদ্বোধন করেন। এতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ২৬৫ পরিবার ও বাঙালি ২৫০০ পরিবার ১০ কেজি করে মোট ২৭৬৫ পরিবারের মাঝে মোট ২৭ হাজার ৬ শত ৫০ কেজি চাউল বিতরণ করা হয়। পরিষদের প্রশাসন মাহবুব এলাহী জানান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর বিশেষ প্রকল্পর কর্মসূচি হইতে, সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি জনগোষ্ঠী ও অতি বৃষ্টি, ঘূর্ণিঝড় সহ দুর্যোগ মোকাবেলায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়। সীমান্ত এলাকায় বসবাসকারী বৃদ্ধ রহিমা বেগম ৬৫, কম্বোনিয়ার গুলজার বেগম, পাহাড়ে বসবাসকারী আদুৎ আরমা, উবা চিৎ চাকসহ অনেকে এই প্রতিবেদক কে জানান। টানা বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়া পরিবার গুলোর মাঝে এই সহায়তা যেন স্বর্ণের ছেয়ে দামি। বিশেষ করে বিগত ১৭ বছর ধরে আওয়ামী দোষের হাতে বঞ্চিত পরিবার গুলোর মুখে দেখা গেছে হাসির ঝলক। এসময় প্রশাসক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত