ঢাকারবিবার , ১৮ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাইফুল গ্রেফতার

মোহাম্মদ ইউনুছ (বান্দরবান) প্রতিনিধিঃ
মে ১৮, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাইফুল মেম্বার গ্রেফতার।

সে সোনাইছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম (৪৭)।
বৃহস্পতিবার (১৬ মে) রাত ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হকের দিকনির্দেশনায়, এসআই রাহিম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া সাইফুল সোনাইছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বটতলী পাড়ার বাসিন্দা মৃত আশরফ আলীর ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
এ অভিযানের বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাইফুল ইসলামকে তার নিজ বাসা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে গ্রেফতারের ঘটনায় এলাকাজুড়ে
মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় এক জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন”সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তাকে গ্রেফতারে পুলিশকে সাধুবাদ জানাচ্ছে সাধারণ মানুষ।
থানা সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই শেষে নিয়মিত মামলা প্রক্রিয়া শুরু করা হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।