ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে পৃথিবীরটা মানুষেক হোক, ধর্ম থাকুক অন্তরে

দৈনিক কালের প্রতিচ্ছবি
অক্টোবর ২৯, ২০২৪ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

সত্যিকার অর্থে পৃথিবীটা মানুষের করতে সকল ধর্মের মানুষের সম্প্রীতির বিকল্প নেই। সম্প্রীতির এমন বন্ধনই পারে সংঘাতহীন সুন্দর পৃথিবী গড়তে। সমাজে সম্প্রীতির এমন বন্ধন ও সর্বান্তরে বিভেদ রুখতে ধর্মীয় নেতারাই বড় ভূমিকা রাখতে পারে।

পৃথিবীজুড়ে হানাহানির অন্যতম একটি কারণ ধর্মীয় অসহিষ্ণুতা। যেখানে ধর্মীয় সহিষ্ণুতা আছে সেখানে সংঘাত বহুলাংশে কম। তাই ধর্মের শিক্ষাকে গুরুত্ব দিয়ে সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় রাখতে ধর্মীয় নেতারাই প্রধান নিয়ামক।
এই লক্ষ্য নিয়ে কক্সবাজারে বিভিন্ন ধর্মীয় নেতাদের অংশগ্রহণে আন্তঃধর্মীয় সম্প্রীতিকে আরো সুদৃঢ় করতে কর্মশালার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপসা’। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ইউএসএআইডি-এর আর্থিক সহায়তায় “নাগরিক” প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

শনিবার কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
এতে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগম,
কক্সবাজার জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক রনজিৎ বাড়ৈ, কক্সবাজার বদরমোকাম জামে মসজিদের খতিব মাওলানা আবদুল খালেক, কক্সবাজার ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক সনজিত কুমার চক্রবর্তী, উখিয়ার চার্চ ফাদার জেরি রেমন্ড গোমেজ, বৌদ্ধ নেতা মংথাচিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহযোগি সংস্থা আইআরআই এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।

কর্মশালায় অতিথিরা ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপসা সংস্থার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল।
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় করণীয় নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন রূপসা সংস্থার প্রোগ্রাম অফিসার
সুমি খাতুন,
কর্মশালা সঞ্চালনা করেন প্রোগ্রাম পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।