ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে পরিস্কার -পরিচ্ছন্ন রাখতে ডাষ্টবিন স্থাপন

রফিকুল ইসলাম তাড়াশ, সিরাজগঞ্জ।
অক্টোবর ২৯, ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

গ্রীন বাংলাদেশ- ক্লিন বাংলাদেশ,
সবুজ বাংলাদেশ-পরিচ্ছন্ন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজে পরিচ্ছন্ন রাখা ও থাকার জন্য ছাত্র ছাত্রীদের উদ্ভুদ্ধ করার মাধ্যমে ডাষ্টবিন স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে ওই ডাষ্টবিন স্থাপনের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ইউএনও) সুইচিং মং মারমা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক শরীফ খন্দকার, উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক সাইফুল ইসলাম, ভিলেজ ভিশনের প্রতিনিধি জনাব মাসুম বিল্লাহ, তাইবুর খন্দকার, মেহেদী হাসান,তুহিন,বিলকিস, সাকিল আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি সুইচিং মং মারমা বলেন, তাড়াশকে পরিস্কার – পরিচ্ছন্ন রাখা সকল নাগরিকের দায়িত্ব। আর এ জন্য গুরুত্বপূর্ণ স্থান গুলোতে ডাষ্টবিন স্থাপন করতে হবে। যাতে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা যায়। বিশেষ করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজ পরিচ্ছন্ন রাখাতে ছাত্র ছাত্রীদের উদ্ভুদ্ধ করার মাধ্যমে তাদের এ কাজে সম্পৃক্ত করতে হবে। তিনি ডাষ্টবিন স্থাপনের উদ্যোগকে স্বাগত জানান।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।