বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘাইছড়ি উপজেলা কতৃক বিভিন্ন শ্রেণী পেশার ৭০ টি পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করে।
উপজেলা সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন এর সঞ্চালনায় এবং সহসভাপতি মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সেক্রেটারি জনাব অ্যাডভোকেট জিল্লুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের আর্কষণ বৃদ্ধি করেছেন অত্র এলাকার কৃতি সন্তান হোমল্যান্ড লাইফ ইনসুরেন্সের ভাইস প্রেসিডেন্ট জনাব আমিমুল্লাহ ফারুক। এই সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির বাঘাইছড়ি উপজেলার সাবেক সভাপতি জনাব মুহাম্মদ ইমরান হোসাইন, শ্রমিক নেতা জনাব মুহাম্মদ নেয়ামত উল্লাহ, জনাব মুহাম্মদ জহিরুল ইসলাম সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে জনাব অ্যাডভোকেট জিল্লুর রহমান বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের দোষররা আমাদেরকে জনগণের কাছে আসতে বিভিন্ন অজুহাতে বাধা সৃষ্টি করেছে যার কারণে আমরা আপনাদের সুখে দুঃখে পাশে দাড়াতে পারিনি প্রয়োজন অনুসারে। এখন থেকে ইনশাআল্লাহ আমাদেরকে সব সময় পাশে পাবেন। জেলা সেক্রেটারি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাস্ট্র প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনে করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব আমিমুল্লাহ ফারুক বলেন, একটি কল্যানমুলক রাস্ট্র প্রতিষ্ঠায় আপনাদের ভূমিকা অপরিহার্য। আগামীতে একটি কল্যানমুলক, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাস্ট্র প্রতিষ্ঠায় আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, আল্লাহ পাক তৌফিক দিলে আরো বড় পরিসরে আমরা আপনাদের মাঝে উপহার নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ।