ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

বৈসাবী উপলক্ষে আলীকদম ব্যাটালিয়নের উদ্যোগে থানছির মদকে আর্থিক অনুদান প্রদান

Link Copied!

বৈসাবী উৎসব উপলক্ষে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) উদ্যোগে থানছির মদক বিওপি এলাকার স্থানীয় নৃ-গোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সবচেয়ে বড় উৎসব “বৈসাবী উদযাপন”। পাহাড়ের গভীরে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এ উৎসবকে প্রাণবন্ত করার লক্ষ্যে সহযোগিতার হাত বাড়ায় ৫৭ বিজিবি। এ ধারাবাহিকতায় গত ১২-১৭ এপ্রিল থানচির মদক বিওপির দায়িত্বপূর্ণ বড় মদক পাড়া, পাইমং পাড়া, ঊষামং পাড়া, পুসাতং পাড়া এবং বুলুপাড়া ও পানঝিরি বিওপির দায়িত্বপূর্ণ বিভিন্ন পাড়ায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী জনসাধারণের আর্থিক অনুদান ও নিরাপত্তা প্রদান করে আলীকদম ব্যালিয়ন (৫৭ বিজিবি)।

জানা গেছে, ৫৭ বিজিবি সার্বক্ষণিকভাবে দূর্গম পার্বত্য সীমান্তবর্তী এলাকায় বসবাসরত পার্বত্য এলাকার জনসাধরণের জীবন যাত্রার মানোন্নয়নের জন্য সহযোগীতা করে আসছে। তাদের এ প্রচেষ্টা পার্বত্য এলাকায় বসবাসরত বিজিবি এবং পাহাড়ী-বাঙালী সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সু-সম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে সুদৃঢ় করছে।

৫৭ বিজিবির দায়িত্বশীল সূত্র জানান, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদীর দিক-নির্দেশনায় মদক বিওপি কমান্ডার ক্যাপ্টেন জেড. এস. নাহিয়ান, বুলুপাড়া বিওপির ক্যাপ্টেন আল-শাহরিয়ার সিয়ামের নেতৃত্বে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এ সময় স্থানীয় কারবারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের ‘বৈসাবী উৎসব’ উদযাপিত হয়েছে।

উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়ন ও বান্দরবান সেক্টরের অধীনে ২০১৪ সালে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) প্রতিষ্ঠা হয়। আলীকদম উপজেলা সদরে ৫৭ বিজিবির সদর দপ্তর তৈরীর পর থানচির পাহাড়ি জনপদ ছাড়াও আলীকদম উপজেলা দুঃস্থ-দরিদ্রদের কল্যাণে কাজ করছে।

পাহাড়ি জনপদ থানচির অতি দুর্গমে, দেশের সর্বদক্ষিণ-পূর্বাঞ্চলের দূর্গম বাংলাদেশ-মায়ানমার সীমান্তের দায়িত্ব পালন করছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। প্রতিষ্ঠার পর থেকে আলীকদম ব্যাটালিয়ন পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে ভূমিকা রাখছে। পাশাপাশি “অপারেশন উত্তরণ” এর আওতায় দূর্গম পাহাড়ী এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বিভিন্ন সময়ে মানবিক কাজের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, নগদ অর্থ, বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ, অগ্নিকান্ড এবং বন্যায় ক্ষতিগ্রস্থরে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে পাহাড়ী-বাঙ্গালি সম্প্রীতি সুদৃঢ়করণে বিজিবি বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।