ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় চেতনা নাশক স্প্রে ছিটিয়ে চুরি

Link Copied!

খাগড়াছড়ির দীঘিনালায় রাতের অন্ধকারে ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে ছিটিয়ে পুরো পরিবারকে অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী ইকবাল হোসেন জানান, ‘ ঘরের বেড়ার ছিদ্র দিয়ে ঘরে চেতনানাশক স্প্রে করে পরিবারের সকলকে অচেতন করে ফেলে চোরেরা। পরে বাড়ির পিছনের জানালার কপাট খুলে তারা ঘরে ঢুকে আলমারি থেকে নগদ ৪৭ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণের গহনাসহ মালামাল লুট করে নিয়ে যায়।’

তিনি আরো জানান, ‘বিষয়টি কেউই বুঝতে পারেনি। বাড়িতে কারো সারাশব্দ না পেয়ে প্রতিবেশীরা সকালে আমাদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।’

এ বিষয়ে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক ডাঃ ত্রিলোক চাকমা জানান, ‘অচেতন অবস্থায় এই পরিবারের শিশুসহ ০৭ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে শিশু সহ ০৩ (তিন) জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করছি— তাদের সবাইকে চেতনানাশক কোন স্প্রে করে অচেতন করা হয়ে থাকতে পারে।

সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য দীল মোহাম্মদ জানান, ইকবালের বাড়িতে চুরির ঘটনা শুনেছি। তাঁর পরিবারের ০৭ সদস্য সকলের চিকিৎসা চলছে। তারা এখনও স্বাভাবিক হতে পারেনি। গ্রামের সকলের ধারণা চেতনা নাশক স্প্রে ব্যবহার করে এই লুটের ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে জানতে চাইলে দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, বাড়িতে চুরি হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা পেয়ে জরিতদের ধরতে পুলিশ তদন্তকাজ শুরু করেছে এবং তথ্য প্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে।’

ওসি মো. জাকারিয়া আরো বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি৷ তবে ভুক্তভোগী পরিবার জানিয়েছে তারা জরিতদের বিরুদ্ধে দীঘিনালা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।