নিজ বাড়িতে ঈদ করতে পারেনি বিএনপির একাদশ সাংসদ প্রার্থী শহিদুল ইসলাম ফরহাদ
৫ আগষ্টের পর সারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে ও পরিবর্তন ঘটেনি খাগড়াছড়িতে।পার্বত্য জেলা খাগড়াছড়িতে ঘটেছে সারা দেশের চেয়ে ব্যতিক্রম। জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভ’ইয়ার সাথে মতবিরোধের কারনে গেলো ঈদে ও নিজ বাড়িতে ঈদ করতে পারেননি খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বিএনপির একাদশ সাংসদ প্রার্থী শহিদুল ইসলাম ফরহাদ। দেশের প্রেক্ষাপটের পরিবর্তনের পরেও খাগড়াছড়িতে এমন নাজুক অবস্থা, এসব দেখার কেউ নেই। ঐশ্বরিক কোন কারনে সবাই নিরব দর্শকের ভ’মিকায়। খাগড়াছড়ির ইসলাম পুরের যুবদলের নেতা সবুজ এখনো কারাগারে। পালিয়ে বেড়াচ্ছেন নির্বাচিত জেলা বিএনপির যুগ্ন সম্পাদক বাদল,বিএনপি নেতা আমিন শরিফ, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি ও পৌর মেয়র জয়নালসহ অনেকে।ইতিমধ্যেই সংকট তৈরি হয়েছে নতুন নেতৃত্বের। খাগড়্ছড়িতে সবচেয়ে বেশি মামলা হয়েছে বাঙ্গালীদের নামে।অথচ এই বাঙ্গালীরাই যুগযুগ ধরে খাগড়াছড়িতে বিএনপিকে ভোট দেয়।
স্বরজমিনে দেখা যায়,ফরহাদ,সবুজ,বাদল,আমিন শরিফ,সাবেক জেলা ছাত্রদলের সভাপতি ও পৌর মেয়র জয়নালের মত এখনো প্রায় দুইশতাধিক বিএনপির নেতাকর্মী বর্তমানে ঘরছাড়া রয়েছে ।এবার ঈদে যেতে পারেনি বাড়িতে।আওয়ামীলীগ নেতাদের সাথে তাদের প্রত্যেককে ৭-৮টি করে মামলা ঠুকে দেওয়া হয়েছে। ১৬ বছর ভবগুরে থেকেও নিয়তির খেলায় এখনো পরিবার ছেড়ে ভবগুওে তারা।শহিদুল ইসলাম ফরহাদ ২০১১ সালে বিএনপির মনোয়নে রামগড় পৌরসভা নির্বাচন করেন।২০১৪ সালে বিএনপির মনোয়নে রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।দূর্নীতির মামলায় ওয়াদুদ ভ’ইয়া আদালত কর্তৃক নির্বাচনে অযোগ্য হওয়ার পর ,বিএনপির মনোয়নে ২০১৮ সালে ধানের শীষ প্রতীক নিয়ে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে সংসদ নির্বাচন করেন শহিদুল ইসলাম ফরহাদ। পারিবারিক ভাবে ও বিএনপি পরিবারের সন্তান তিনি ।খাগড়াছড়ির ওয়াদুদ ভ’ইয়ার একক আধিপত্য বিস্তারে বাধা হওয়াটাই কাল হলো – ফরহাদ, সবুজ,আমিন শরিফ,জয়নাল,বাদলের মত নেতাকর্মীদের।ওয়াদুদের রোষানলে বিএনপির এসব নেতাকর্মীদের অনেকবার পড়তে হয়েছে মবের আক্রমনে ।ইতিমধ্যেই হাত,পা,হারিয়ে অনেকে পঙ্গু হয়েছেন ।পুরো জেলায় পাশাপাশি বিএনপির নেতাদের ও দিতে হয়েছে চাদাঁ।লুট হয়েছে বাড়ি ঘর, যানবাহন ।জমি দখল,গুম ,খুন,বাড়িতে অগ্নি কান্ডসহ অনেকে নেতাকর্মীর নামে দেওয়া হয়েছে হত্যা মামলা। আশঙ্কা রয়েছে ওয়াদুদ ভ’ইয়ার চাদাঁবাজি,মামলা বানিজ্য ,মব সৃষ্টি,অগ্নিকান্ডের কারনে আগামী নির্বাচনে স্বচ্ছ ভোট হলে এই আসনটি হারাতে পারেন বিএনপি ।
অনেকের ধারনা ,ওয়াদুদ ভ’ইয়া আগামী নির্বাচনে ব্যার্থ হবেন জেনেই খাগড়াছড়িতে এসব কর্মকান্ড চালিয়ে যাচ্চেন।যাতে তার পরবর্তী এই জেলায় বিএনপির নেতৃত্ব দূর্বল থাকে।নতুন নেতৃত্বকে মামলা ,হামলা করে ধবংস করে দিচ্ছে।
এবিষয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও বিএনপির মনোনীত একাদশ সাংসদ প্রার্থী শহিদুল ইসলাম ফরহাদ জানান, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভ’ইয়া ও সাধারন সম্পাদক এম এন আফসার (বিকাশ আফসার) পরিকল্পিত ভাবে তাকে রাজনৈতিক কর্মকান্ড থেকে দূরে রাখতে, ৫ আগষ্টের পরে আওয়ামীলীগের সাথে ৮ টি মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে।আওয়ামীলীগের সময়ে ও তিনি নির্যাতিত হয়েছেন। তার মত আরো অনেকে এই অবস্থায় রয়েছেন।তিনি বিষয়গুলো বিএনপির উচ্চ পর্যায়ে অবগত করিয়েছেন।তারা বিষয় গুলো দেখছেন ,তিনি আশা করছেন ওয়াদুদ ভ’ইয়ার এসব কর্মকান্ডের বিষয়ে বিএনপির উচ্চ পর্যায় থেকে একটা সমাধান আসবে।