ঢাকারবিবার , ২৭ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে নিখোঁজের তিন ঘন্টা পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

রকিবুজ্জামান মাদারীপুর
এপ্রিল ২৭, ২০২৫ ৯:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুরের কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়নে আড়িয়াল খাঁ নদে ডুবে যাওয়ার তিন ঘন্টা পর এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত শিশুটির নাম মাইমুনা (৬)।সে উপজেলার সিডিখান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জাইল্লারহাট এলাকার মোঃমামুন এর মেয়ে।

শনিবার বিকেলে উপজেলার সিডিখান ইউনিয়নের জাইল্লারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়,শনিবার দুপুর ২টার দিকে শিশু মাইমুনা অন্য শিশুদের সঙ্গে গোসল করার জন্য বাড়ির পাশে আড়িয়াল খা নদে যায়।এদিকে গোসল শেষে অন্য শিশুরা বাড়িতে ফিরে গেলেও মাইমুনাকে খুঁজে পাচ্ছিল না পরিবার। অনেক খোঁজাখুঁজির পরে নদীর পাড়ে শিশুটির জামাকাপড় দেখতে পায় তারা।পরে কালকিনি ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।বিকাল ৫ টার দিকে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে যায়।এরপর ফায়ার সার্ভিসের ডুবুরিরা ১৫ মিনিট চেষ্টা চালিয়ে সোয়া পাঁচটার দিকে শিশু মাইমুনার মৃতদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ খোকন জমাদার বলেন,”নদীতে ডুবে একজন শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে যাই।পরে আমাদের ডুবুরি দলের সদস্যদের মাধ্যমে ১৫ মিনিটের মধ্যে ওই নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করতে সক্ষম হই। নিহতের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।