মাদারীপুরের কালকিনিতে ব্যাটারীচালিত অটোভ্যানের চাপায় আয়েশা খানম নামের ৫ বছরের এক শিশু নিহত হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দক্ষিণ বাঁশগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা দক্ষিণ বাঁশগাড়ী গ্রামের মোঃ নাঈম মাতুব্বরের মেয়ে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় আয়েশা সহ কয়েকজন শিশু তার বাড়ির সামনের সড়কে রাখা একটি অটোভ্যানের উপরে বসে খেলছিল। অটোভ্যানটির চাবি অনথাকায় হঠাৎ অসাবধানতাবশত ভ্যানটি চলা শুরু করলে আয়েশা ভ্যান হতে পড়ে যায়।এসময় সে বুকে গুরুতর আঘাত পায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় আয়েশা।
এ বিষয়ে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ওহিদুজ্জামান বলেন,”সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বুকে আঘাতপ্রাপ্ত এক শিশুকে আমাদের এখানে নিয়ে আসা হয়।তবে হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গিয়েছিল।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান,”ব্যাটারীচালিত অটোভ্যানের চাপায় ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।”