খাগড়াছড়ির লক্ষিছড়ি এক তরুনী (১৮)’কে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে দু বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, লক্ষিছড়ি উপজেলার জুর্গাছড়ি এলাকার মনিরুল ইসলামের ছেলে,১ নং লক্ষিছড়ি ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মফিজুল ইসলাম (৩১) এবং গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা হামিদুল গাজীর ছেলে ১ নং লক্ষিছড়ি ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু তালেব গাজী (২৮)।শুক্রবার (২মে ) লক্ষিছড়ি থানায় মামলা দায়েরের পর পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানাযায়, গত ১মে সকালে ভিকটিম তাদের বাড়ির পাশে খালে গোসল করতে যায়। এ সময় ভিকটিমকে পিছন থেকে মূখ চেপে ধরে পাশের ঝোপঝাড়ের ভেতর গাছের আড়ালে নিয়ে জোরপূর্বক একজন ধর্ষণ করে এবং অন্য জন মুঠোফোনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিও ধারণকারীও ভিকটিমকে ধর্ষণ করে।
এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে দুই জনকে আসামী করে লক্ষিছড়ি থানায় ৯ (৩), নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; তৎসহ ধারা- ৮ (১)/৮ (২), পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ ধারায় মামলা দায়ের করেন।
আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষিছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মু. খালেদ হোসেন। তিনি জানান,আসামীদ্বয়কে গ্রেফতার পরবর্তী থানায় নিয়ে আসলে ভিকটিম উক্ত আসামীদ্বয়কে সনাক্ত করে।গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আটক আসামীদের আদালতে প্রেরণ করা হবে।