পটুয়াখালীর বাউফলে ঐতিহ্যবাহী বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কারখানা আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. মোশাররফ হোসেন ও অত্র বিদ্যালয়ের শিক্ষক মো. দুলাল হোসেনের যৌথ সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুখরঞ্জন শীলের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরনবী, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের অধ্যক্ষ(চলতি দায়িত্ব ).অহিদুজ্জামান সুপন,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. অলিউর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহজাহান হাওলাদার, সদর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান কামরুল, বাউফল প্রেসক্লাবের সাধারণত সম্পাদক প্রভাষক মু. জসিম উদ্দিন, বাউফল প্রেসক্লাবের নির্বাহী সদস্য এবিএম মিজানুর রহমান, বাউফল প্রেসক্লাবের সদস্য মো. আসাদুজ্জামান সোহাগ,বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মু.অহিদুজ্জামান ডিউক, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিরোন, রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন, নির্বাহী সদস্য এজাজ সহ অনেকে।
এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির সভাপতি মো. জলিলুর রহমান অবহেলিত ও নানান সমস্যায় জর্জারিত বিদ্যালয়টির মান উন্নয়নে নিরালসভাবে কাজ করে যাবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।