ঢাকামঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে খানকা শরীফের জায়গা বেদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
অক্টোবর ১, ২০২৪ ৭:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে শাহ- শরীফ জিন্দানী ( রহঃ) মাজার প্রঙ্গনে দরবার- এ রেসালাতে চিশতিয়া খানকা শরীফের জায়গা জোরপূর্বক দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে তাড়াশ প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই খানকা শরীফের খাদেম মো. হাবিবর রহমান।
তিনি বলেন, গত ২০২২ সালে নওগাঁ রংমহল গ্রামের মোস্তফা সরকারের নিকট থেকে ৮ শতক জায়গা খানকা শরীফের নামে আমীর মুহাম্মদ আজাদ খান চিশতি ক্রয় করেন। পরে ওই জায়গার নামজারি ও হাল সন পর্যন্ত ভুমি উন্নয়ন কর প্রধান করেন। পরবর্তিতে ওই জায়গায় নওগাঁ গ্রামের শাহ আলম গং জোড়পূর্বক দখন করে নেন। পরে স্থানীয় মতব্বরদের সমন্বয়ে সালিশী বৈঠকে ওই জায়গার সমস্যা সমাধান করে খানকা শরীফকে দেয়ার সিদ্ধান্ত হয়। গত ২৮ সেপ্টেম্বর শাহ আলম গং ওই সালিশী বৈঠকের রায় না মেনে সন্ত্রাসী কায়দায় জায়গাটির সীমানা খুটি জোরপূর্বক তুলে ফেলে নিজেদের জায়গা দাবী করে দখলে নেন এবং ওই জায়গায় না আসার জন্য খানকা শরীফের খাদেমদের হুমকি-ধামকী দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খানকা শরীফের আমীর মুহাম্মদ আজাদ খান চিশতি, খাদেম ছাইদুর রহমান মুন, হাসান শিবলু, হাবিবুর রহমান প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।