গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল মো. নুরুল আফছার নামে এক যুবকের। বুধবার দুপুরের দিকে খাগড়াছড়ির সীমান্তঘেঁষা রামগড়ে এ ঘটনা ঘটে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আফছার রামগড় পৌরসভার ফেনীরকুল (কাঁঠালবাড়ী) গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।
নিহত আফছারের বড় ভাই মো. বেলাল হোসেন জানান, দুপুরে বৃষ্টির মধ্যে তার ভাই বাড়ির পাশের ধানের জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। সেখানে বজ্রপাতের ঘটনায় অজ্ঞান হয়ে পড়েন আফছার। উদ্ধার করে হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফছারকে মৃত ঘোষণা করেন।
বৃষ্টির দিনে জনসাধারণকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার আহ্বান করেন আবহাওয়া অধিদপ্তর।
এই বছর বজ্রপাতে মৃত্যুর সংখ্যা অনেক বেশি
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত