মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ বৃহত্তর ময়মনসিংহ জেলার সনামধন্য একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান।অর্ধশতকেরও আগে ১৯৫৯ সালে নারী শিক্ষার পথকে সুগম করতে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে ১৯৫৯-৬০ শিক্ষাবর্ষ হতে উচ্চ মাধ্যমিক মানবিক শাখা, ১৯৩৬১-৬২ শিক্ষাবর্ষ হতে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখা চালু হয়। ১৯৬৩ সালে এটি ডিগ্রী কলেজে উন্নীত হয় এবং বর্তমানে ডিগ্রী (পাস) কোর্সে বিএ, বিএসএস এবং বিএসসি কোর্স চালু হয়েছে। ১৯৮০ সালের ১ মার্চ কলেজটি জাতীয়করণ করা হয়। বর্তমানে কলেজটিকে ৮টি বিষয়ে (বাংলা, অর্থনীতি, গণিত, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ, ইংরেজী, দর্শন, ইসছালামের ইতিহাস ও সংস্কৃতি) অনার্স সহ মাস্টার্স কোর্স চালু আছে এবং, ৫ (পঁচ) টি বিষয়ে (ভূগোল, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, পদার্থবিজ্ঞান এবং রসায়ন) অনার্স কোর্স চালু আছে কিন্তু মাস্টার্স কোর্স চালু নেই। উচ্চ মাধ্যমিক শ্রেণি, ডিগ্রী (পাস) কোর্স, অনার্স কোর্স এবং মাস্টার্স কোর্স পরিচালনায় কলেজ শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা ও শিক্ষার্থীদের মেধা মননের ফলনের প্রতিটি পর্যায়ের ফলাফল প্রাপ্তিতে রয়েছে কাঙ্ক্ষিত কৃতিত্ব। যার ব্যাপ্তি স্থানীয় পর্যায় হতে জাতীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত।
১৯৫৯ সালে ৬.৪৭ একর ভূমির উপর দ্বিতল ভবনে এ কলেজের যাত্রা শুরু। বর্তমানে তিনটি ত্রিতল ভবন
এবং একটি চার তলা বিশিষ্ট একাডেমিক ভবন রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল কর্তৃক অতি সম্প্রতি আরো একটি দশতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের বিষয়ে সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। দূর দূরান্তের ছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে একটি তিন তলা ও অপরটি চার তলা বিশিষ্ট ছাত্রী নিবাস রয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল কর্তৃক বাস্তবায়নাধীন সম্প্রতি আরও একটি ৫ তলা বিশিষ্ট ছাত্রী নিবাস নির্মানাধীন রয়েছে। উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস) স্নাতক ( সম্মান) এবং মাস্টার্স শ্রেণীর ছাত্রীদের ক্লাসের জন্য ৩৫টি শ্রেণীকক্ষ রয়েছে। প্রত্যেকটি অনার্স এবং অনার্স সহ মাস্টার্স বিভাগ কক্ষসহ স্বয়ংসম্পূর্ণ। বিজ্ঞান বিভাগের ছাত্রীদের জন্য প্রত্যেক বিভাগে একটি করে স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরী রয়েছে। উচ্চমাধ্যমিক শ্রেণীর ছাত্রীদের ব্যবহারিক ক্লাসের জন্য একটি পৃথক আইটি ল্যাব রয়েছে। কলেজের প্রতিটি বিভাগ মাল্টিমিডিয়া ক্লাস দ্বারা সমৃদ্ধ। তাছাড়া রয়েছে পৃথক আইটি সেল। ১৯৯৯ থেকে ২০০০ শিক্ষাবর্ষে শুরু হওয়া ৮ টি বিভাগ (বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, গণিত, সমাজকর্ম, অর্থনীতি, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) মাস্টার্স কোর্স চালু হওয়ার পর হতে অদ্যবধি কৃতিত্বতার সাথে উক্ত বিভাগের সমূহের ছাত্রীরা মাস্টার্স কোর্স সম্পন্ন করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আত্মনিয়োগ করে নিজেকে বিশ্ব দরবারে ঠাই করে নিতে সক্ষম হচ্ছে। এরই ধারাবাহিকতায় উল্লেখিত ৫ টি বিষয়ে অনার্স কোর্সে উত্তীর্ণ ছাত্রী, ছাত্রী ও অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের আবেদনের প্রেক্ষিতে অনার্স কোর্সে উত্তীর্ণ ছাত্রীরা যাতে একই প্রতিষ্ঠান থেকে স্ব স্ব বিষয়ে মাস্টার্স কোর্স সম্পূর্ণ করতে পারে সেটিই এখন সময়ের দাবী।