ঢাকাশুক্রবার , ৪ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে ইনডোর শিশু পার্কের উদ্বোধন

রকিবুজ্জামান মাদারীপুর
অক্টোবর ৪, ২০২৪ ৮:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুরের কালকিনিতে প্রথমবারের মতো শিশুদের বিনোদনের জন্য ইনডোর শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে কালকিনি-ভুরঘাটা সড়কের ব্রাক অফিস সংলগ্ন দুবাই প্লাজায় অবস্থিত ইনডোর শিশু পার্কটি উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ও পৌর প্রশাসক(অতিরিক্ত দায়িত্ব) উত্তম কুমার দাশ।

ইনডোর শিশু পার্কটির প্রতিষ্ঠাতা কালকিনি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অপূর্ব বল বলেন,”ইতিপূর্বে কালকিনিতে শিশুদের বিনোদনের জন্য কোন পার্ক ছিল না।তাই আমি এই পার্ক তৈরির সিদ্ধান্ত নেই।মেধা বিকাশের জন্য শিশুদের লেখাপড়ার পড়ার পাশাপাশি বিনোদনের প্রয়োজনও আছে। এই পার্কে শিশুরা মনের আনন্দে খেলাধুলা করতে পারবে।পাশাপাশি পার্কে শিশুদের নিয়ে আসা অভিভাবক সহ সকলের জন্য পার্কের পাশেই রেস্টুরেন্টেরও ব্যবস্থা করেছি।এই পার্কটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলাবাসী সকলের সহযোগিতা কামনা করছি।”

উদ্বোধনকালে উপস্থিত স্থানীয় এলাকাবাসীরা বলেন,”আমাদের কালকিনিতে এতোদিন বিনোদনের জন্য কোন জায়গা ছিল না।তাই বহুদিন আমরা কালকিনিবাসী এমন একটা বিনোদনের জায়গার অপেক্ষায় ছিলাম।আজ এই পার্ক তৈরির ফলে আমাদের বহুদিনের অপেক্ষার অবসান হলো।এখন অন্তত শিশুদের বিনোদন দেয়ার মতো একটা ব্যবস্থা হলো।আর যেহেতু এটি ইনডোর পার্ক তাই বৃষ্টির দিনেও শিশুদের আর ঘরে বন্দি থাকতে হবেনা।এখানে এসে তারা আনন্দ করতে পারবে।”

ইনডোর শিশু পার্কটি উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, কালকিনি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান,কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বি এম হেমায়েত হোসেন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।