শান্তি, সম্প্রীতি, সুশৃঙ্খল ও সৌহার্দপূর্ন পরিবেশে আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষে নানিয়ারচরে মন্দির পরিদর্শন করেছে উপজেলা বিএনপি।
শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার জগন্নাথ মন্দির পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করেন, নানিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি মো. নুরুজ্জামান।
এসময় নানিয়ারচর থানার নবাগত ওসি নাজির আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, নানিয়ারচর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল, মন্দির পরিচালনা কমিটির সভাপতি অষোক তালুকদার, বিএনপি নেতা নাজিম উদ্দিন, যুবদল নেতা সানাউল্লাহ ও মো. রিয়াজ, ছাত্রনেতা সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিএনপি সভাপতি এসময় মন্দির পরিচালনা কমিটির সাথে বিভিন্ন বিষয়ে এবং পুলিশ সদস্যদের সাথে আইনশৃঙ্খলা নিয়ে কথা বলেন। শান্তি ও সৌহার্দপূর্ন পরিবেশে পূজা উদযাপনের লক্ষে এসময় সনাতন ধর্মালম্বিদের নিকট বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌঁছে দেন উপজেলা বিএনপি সভাপতি।