মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার(৫ অক্টোবর)সন্ধ্যায় দলটির কালকিনি উপজেলা অস্থায়ী কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
এর আগে বিকেলে নতুন কমিটির সদস্য সহ দলটির নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে ধন্যবাদ জানিয়ে একটি আনন্দ মিছিল বের করে। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও মাদারীপুর জেলা শাখার সভাপতি মোঃ মাজহারুল ইসলাম সুজন,জেলা তরুণদলের সাধারন সম্পাদক মোঃ শাহ্ জালাল,কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃশহিদুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন,সাবেক যুবদল নেতা সিরাজুল ইসলাম(সিরু বেপারী),যুবদল নেতা শামিম মোল্লা,সাবেক পৌর বিএনপির সহসভাপতি জব্বার হাওলাদার সহ যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।
উল্লেখ্য,বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র সাংগঠনিক কার্যক্রম গতিশীল এবং বেগমান করার লক্ষ্যে গত ৪ অক্টোবর বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের কালকিনি শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে মোঃ আল আমিন মোল্লাকে আহব্বায়ক ও মোঃ সাইফুল হাওলাদারকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কালকিনি উপজেলা তরুণদলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
তরুণদলের নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম-আহবায়ক মিন্টু ঘরামী,যুগ্ম-আহবায়ক কামাল বেপারী,যুগ্ম-আহবায়ক মনির সরদার,যুগ্ম-আহবায়ক হাসানাত খন্দকার,যুগ্ম-আহবায়ক রুমন হাওলাদার,সদস্য মেহেদী শিকদার,সদস্য হাসান ঘরামী,সদস্য মিলন ঘরামী,সদস্য শাহাদাত মোল্ল্যা,সদস্য শিপন মজুমদার ও সদস্য ইয়ামিন মোল্লা।
মাদারীপুর জেলা তরুণদলের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত নবগঠিত আহবায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে ৫১জন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি মাদারীপুর জেলা কমিটির নিকট জমা দিতে বলা হয়েছে।