কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে মো. সানজিদ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। সে উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামের মো. খালেদ হোসেনের ছেলে।
আজ শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় গুণবতী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানজিদ গুণবতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
আজ শুক্রবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন গুণবতী রেলওয়ে স্টেশন মাস্টার খিরেদ খত্রিয়ান।
স্থানীয়দের বরাত দিয়ে নিহতের ফুফা গুণবতী হাই স্কুলের শিক্ষক মো. মিলন জানান, শুক্রবার সকাল ১১টায় মো. সানজিদ কর্তাম গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে গুণবতী বাজার থেকে তার ফুফুর জন্য নাশতা কিনে বাড়িতে যাচ্ছিল। এ সময় চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেসের একটি ট্রেন গুণবতী স্টেশনে যাত্রাবিরতি করে। একই সময়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি গুণবতী স্টেশন অতিক্রম করার সময় সানজিদ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ আলম বলেন, ‘গুণবতীতে ট্রেনের নিছে একটা যুবকের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।