ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে আওয়ামীলীগের আরো ৪ নেতাকর্মীকে গ্রেফতার

Link Copied!

ঠাকুরগাঁও রোডের সাহেব কমিশনারের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিদগ্ধ দেখিয়ে আওয়ামীলীগের আরো ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে পুলিশ তাদের গ্রেফতার করে। শনিবার ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ওই ৪ আসামীকে হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগ তুলে আদালতে সোপর্দ করেছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তাজুল ইসলাম আসামীদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন-ঠাকুরগাঁও সদরের সালন্দর চৌধুরীহাট গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে মাহবুবুর রহমান(৪২),ভাতগাঁও বদলী পাড়া গ্রামের তসির উদ্দীনরে ছেলে আব্দুর কাদের(৩৮),খায়রুল ইসলামের ছেলে মিজানুর রহমান পুতুল(৩০), রানীশংকৈল উপজেলার মহেশপুর গ্রামের তয়েজ আলীর ছেলে আজাদ আলী(৫৫)।তারা সকলে আওয়ামীলীগ ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীদের আদালতে সোপর্দ পূর্বক জানান, যে গ্রেফতারকৃত অগ্নিদগ্ধের আসামীরা মামলার এজাহার নামীয় আসামীদের সহযোগিতায় গত ৫ আগষ্ট বিকেলে বাদী জাকির হোসেনের ছেলে রাকিবুল হাসান রকি,মো আল মামুন,শাওন পারভেজ ও আবু রায়হানকে হত্যা করার উদ্দেশ্যে আগুন দেয়।এতে উল্লেখিত ৪ যুবক পুড়ে মারা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।