সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্য ও দফাদার রাজিব কুমার দাস শ্রেষ্ঠ গ্রাম পুলিশের পুরস্কার সম্মাননা ক্রেস্ট পেয়েছেন। এবার দিয়ে তিনি পর পর তিন বার ওই সম্মাননায় ভুষিত হলেন।
মাদক নির্মূল অভিযান ও আইন-শৃংখলা রক্ষায় পুলিশের কাজে সহযোগিতা করায় স্বীকৃতি স্বরূপ কর্তৃপক্ষ তাকে ২০২১, ২০২২ ও ২০২৪ সালে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের পুরস্কার সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
রবিবার সকালে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন অনুষ্ঠানে তাঁর হাতে ওই সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক খালিদ হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাব্বির হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোয়ার হোসেন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, তাড়ার সদর ইউনিয়নের সচিব নির্মল কুমার, দেশীগ্রাম ইউনিয়নের তথ্য সেবাদান কারী হারুনার রশিদ প্রমুখ।
আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের কাজে সহযোগিতায় গ্রাম পুলিশ সদস্যদের উৎসাহিত করতে তাদের এ সম্মাননা প্রদান করা হয়।