ঢাকারবিবার , ৬ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মেঘনা উপজেলায় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

Link Copied!

কুমিল্লা মেঘনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে মেঘনা উপজেলা শাখা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় সংগঠনের দায়িত্বপ্রাপ্ত এবং মেঘনার কৃতি সন্তান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শহিদ উল্লাহ সরকার, অ্যাডভোকেট হাতেম আলী, আব্দুল মতিন, মো. শাহাব উদ্দিন, আব্দুল গাফফার ও জহিরুল ইসলাম।

মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক (শাহীন) এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম সরকার, গোবিন্দপুর ইউনিয়নের সভাপতি মো. বশির আহম্মেদ, ভাওরখোলা ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন, লুটেরচর ইউনিয়নের সভাপতি মো. শাহজালাল, মানিকারচর ইউনিয়নের আহ্বায়ক মো. মোকাররম হোসেন, রাধানগর ইউনিয়নের সদস্য সচিব মো. আমজাদ হোসেন, বড়কান্দা ইউনিয়নের সভাপতি মো. মাহফুজ।

অপরাপর ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হান্নান সরকার, যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান লুদী, যুবদল নেতা মাসুরুল হক সরকার, মেঘনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কেফায়েত উল্লাহ এবং কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

এ সময় প্রধান অতিথি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ‘মেঘনার সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ মেঘনার উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে গঠনমূলক বক্তব্য রেখে উক্ত সভার সমাপ্তি ঘোষণা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।