ঢাকারবিবার , ৬ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গুইমারা রিজিয়নের পক্ষ হতে শহীদ লেফটেন্যান্ট মুশফিকুর উচ্চ বিদ্যালয়ের যাত্রী ছাউনি উদ্বোধন ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

দৈনিক কালের প্রতিচ্ছবি
অক্টোবর ৬, ২০২৪ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি গুইমারা উপজেলা সিন্দুকছড়ি জোনের শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের, সিন্দুকছড়ি জোন নিয়মিত ভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ০৬ অক্টোবর (রবিবার) শহিদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের সামনে একটি যাত্রী ছাউনি উদ্ধোধন এবং বৃক্ষরোপন করেন কমান্ডার ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, এসময় সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি ও উপ- অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান মাহমুদ, এসপিপি, পিএসসি এবং অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন। উক্ত জনকল্যানমূলক কার্যক্রমে প্রধান অতিথি বলেন, আর্তমানবতা ও আর্থ-সামাজিক উন্নয়ন এবং যেকোন দূর্যোগ পরিস্থিতি সকলের জন্য সেনাবহিনীর সাহায্যে ও প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তি শৃংঙ্খলা বজায় রাখার লক্ষ্যেও গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী পূর্বের ন্যায় সকলের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাবে। পরিশেষে তিনি সকলকে শুভকামনা যানিয়ে পরিসমাপ্তি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।