ঢাকাসোমবার , ৭ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় সরকারি কে,এম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান,

Link Copied!

ফরিদপুরের ভাঙ্গায় সরকারি কে,এম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান করেছে। সোমবার (৭অক্টোবর) দুপুরে শিক্ষার্থীরা কলেজের সামনে মানববন্ধন করে একটি বিক্ষোভ মিছিল বের করে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কুদরত এ খোদার নিকট একটি অভিযোগ দায়ের করেন।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলা সমম্বয়কারী মোঃ আশরাফ শেখ, তিনি বলেন, শিক্ষার্থীদের সাথে কলেজের অধ্যক্ষ খারাপ ব্যবহার করেন। তার আচরণের ছাত্র ছাত্রীরা খুবই অসন্তুষ্ট , ও তাদের নিকট থেকে অতিরিক্ত ফি আদায় করেন। কলেজে শিক্ষার্থীরা সরকারী চাকুরীতে আবেদনের জন্য কাগজপত্র আনতে গেলে ২ হাজার থেকে ৩ হাজার টাকা আদায় করেন। তাছাড়া কোন ছাত্র ছাত্রী গ্রুপ পরিবর্তনের জন্য ৩ হাজার টাকা দাবী করেন।
ভাঙ্গা উপজেলা সমম্বয়কারী ওসমান গনি আকাশ বলেন, সরকারি কেএম বিশ্ববিদ্যালয় কলেজ ২০১৬ সালে সরকারি হয়। কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বড় একটি সিন্ডিকেট রয়েছে। বিভিন্ন শিক্ষক নিয়োগ সহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতি রয়েছে। এসব অনিয়ম দূর করে বিসিএস ক্যাডারে শিক্ষক নিয়োগ দান করে পাঠদানের দাবী জানান।

পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদার নিকট স্মারক লিপি প্রদান করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারী কেএম কলেজের ছাত্র-ছাত্রীদের একটি অভিযোগ পেয়েছি। আমি আজই ডিসি স্যারের মাধ্যমে সচিবালায় আবেদনটি প্রেরন করবো। এবং কলেজের অধ্যক্ষকে ডেকে এনে এ বিষয় কথা বলবো।

এ ব্যাপারে কেএম বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুস সাত্তারের সাথে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি। এবং কলেজেও পাওয়া যায় নাই।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।