ঢাকাসোমবার , ৭ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপু‌রে জ‌মি সংক্রান্ত বি‌রো‌ধের জেরে স্বামী ও স্ত্রী‌কে কু‌পি‌য়ে জখম

মাদারীপুর প্রতি‌নি‌ধিঃ
অক্টোবর ৭, ২০২৪ ১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপু‌রের কাল‌কি‌নি‌তে জ‌মি সংক্রান্ত বি‌রো‌ধের জে‌রে স্বামী ও স্ত্রী‌কে কু‌পি‌য়ে আহত ক‌রে‌ছে প্রতিপ‌ক্ষের লোকজন। এসময় ঘরবাড়ি ভাঙচুর ও ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট ক‌রে নি‌য়ে গে‌ছে ব‌লে অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার(৬ অক্টোবর) রাত ৯ টার দি‌কে এ ঘটনা ঘ‌টে‌ছে ব‌লে জা‌নি‌য়েছে কাল‌কি‌নি থানা পু‌লিশ।

পুলিশ ও ক্ষ‌তিগ্রস্ত পরিবারের সা‌থে কথা ব‌লে জানা গে‌ছে, মাদারীপুর জেলার কাল‌কি‌নি উপ‌জেলার আলীনগর ইউ‌নিয়‌নের ফাঁ‌সিয়াতলা এলাকার সিরাজ সরদা‌রের সা‌থে একই এলাকার লোকমান সরদা‌রের জ‌মি নি‌য়ে দীর্ঘদিন ধ‌রে বি‌রোধ চ‌লে আস‌ছে।এর জের ধরে রোববার রাতে লোকমান সরদা‌রের ছে‌লে সুমন সরদার ও এনামুল সরদার ১০-১৫ জন লোকজন নি‌য়ে দেশীয় অস্ত্র সহ সিরাজ সরদা‌রের বসত ঘ‌রে প্রবেশ ক‌রে হামলা ও বা‌ড়ি ঘরে ভাংচুর চালায়। এসময় ঘ‌রে থাকা সিরাজ সরদার ও তার স্ত্রী ফি‌রোজা বেগম‌কে কু‌পি‌য়ে আহত ক‌রে তারা।পরে ঘ‌রে রাখা নগদ ৩ লাখ টাকা ও ৫ ভ‌রি স্বর্ণালঙ্কার লুট ক‌রে নি‌য়ে যায় হামলাকারীরা।

এ বিষ‌য়ে কাল‌কি‌নি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর ব‌লেন, ঘটনার পরপরই এলাকায় পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি শান্ত র‌য়ে‌ছে। অ‌ভি‌যোগ পে‌লে তদন্ত সা‌পে‌ক্ষে পরবর্তী ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।