মাদারীপুরের কালকিনি উপজেলার শিশু কানন কিন্ডার গার্টেন(কেজি)স্কুলের শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার(৭ অক্টোবর)সকালে কালকিনি ব্রাক অফিস সংলগ্ন স্কুলটিতে এ পুরস্কার বিতরণ করা হয়।
বিগত জানুয়ারী হতে জুন পর্যন্ত স্কুলে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার দেওয়া হয়েছে।
কালকিনি ও ডাসার উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও শিশু কানন কিন্ডার গার্টেন কেজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিরাজ হোসেন উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করেন।
নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বিদ্যালয়টির দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী আবিদ হাসান অভি,মোহনা আক্তার রাকা,উম্মে হাবিবা ও মোঃ জাকারিয়া সাদিক কে পুরস্কৃত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজ হোসেন বলেন,”শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহী করতে আমরা নানা উদ্যোগ গ্রহণ করে থাকি। শতভাগ উপস্থিতির জন্য পুরস্কার দেওয়া তারই অংশ।আমি মনে করি এতে করে শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়বে।আগামীদিনেও এ ধারা অব্যাহত থাকবে।”
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক রহিমা আক্তার,ফাতেমা আক্তার,অনুপম বাংলা,মোঃ এনামুল হাসান,সজীব বৈরাগী,শামিমা আরা ডলি,মুক্তা খানম সহ অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, এবছর বৃত্তি পরীক্ষায় কালকিনি ও ডাসার উপজেলার সকল কেজি স্কুলের ভিতরে শিশু কানন কিন্ডার গার্টেন(কেজি)স্কুল ট্যালেন্টপুল ও সাধারণ মিলিয়ে মোট ১৭ টি বৃত্তি লাভ করে।