রাঙামাটির কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে ৫১তম গ্রীষ্মকালীন আন্ত স্কুল ও মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বালক বিভাগের কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিলেলে কাপ্তাই কর্ণফুলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুকিমারা লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাস্পিয়ন হয় ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়।
এর আগে গত ৬অক্টোবর অনুষ্ঠিত বালিকা বিভাগের কাবাডিতেও ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় চ্যাস্পিয়ন হন। এই বিভাগে রানারস আপ হন শহীদ শামসুদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় দল।
এছাড়া দাবা, সাঁতার এই দুই ক্রীড়া বিষয়েও বালক এবং বালিকা বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় এসময় কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, চন্দ্রঘোনা তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. জাফরুল আলম নিজামী, চিৎমরম হাই স্কুলের প্রধান শিক্ষক ক্যাসুইপ্রু মারমা, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংসিং মারমা, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান ও সাংবাদিক কাজী মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
এসময় খেলা পরিচালনা করেন, কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক মো. আব্দুল কাদের এবং পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মো. নুরনবী।