ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় ভ্যান চালক শেখ জাকির হোসেন (৫৫) নিহত হয়েছে। (৮ অক্টোবর) মঙ্গলবার সকাল ১০ টার সময়
ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের ভাঙ্গা উপজেলার সুয়াদি বাসস্ট্যান্ডে এঘটনায় ঘটে।
নিহত জাকির হোসেন ভাঙ্গা উপজেলা হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের মৃত আব্দুল হাসিম শেখের ছেলে।
এ বিষয় ভাঙ্গা হাইওয়ে থানা এসআই আব্দুল্লাহ আল বাকি জানান, ভাঙ্গা উপজেলার সুয়াদী এলাকায় ভাঙ্গাগামী একটি মালবাহী ট্রাক বেপরোয়া গতিতে ভ্যানে পিছনে ধাক্কা দিলে ছিটকে রাস্তার উপর পড়ে। এসময় ভ্যান চালক জাকির হোসেন গুরুতর জখম প্রাপ্ত হয়ে ঘটনা স্থলেই মারা যায়। ট্রাকটি আটক করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।