ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে দূর্নীতি দমন ও প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগীতা

রাঙামাটি প্রতিনিধিঃ
অক্টোবর ৮, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জেলা দূর্নীতি দমন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রাঙামাটিতে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। “সামাজিক আন্দোলনই দূর্নীতিমূক্ত সমাজ গঠনের একমাত্র উপায়” এবিষয়ের পক্ষে বিপক্ষে এই বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দূর্নীতি দমন কমিশনের রাঙামাটি জেলা সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন।

জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাঙামাটি আল আমিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নুরুল সিদ্দিকী। এসময় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, সদর উপজেলা মাধ্যমিক একাডেমীক সুপারভাইজার রতন চাকমা।

বিতর্ক প্রতিযোগীতায় রানার্স আপ ও শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় আল আমিন ফাজিল মাদ্রাসার অংশগ্রহনকারী শিক্ষার্থীরা। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শাহবহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহনকারী দল।

এসময় রাঙামাটি জেলা শহরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা শিক্ষক ও অংশগ্রহনকারী শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার এবং সনদ বিতরণ করেন অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।