বুধবার সকাল দশটার দিকে ফরিদপুরের ভাঙ্গা পূর্বালী ব্যাংক শাখায় হঠাৎ আগুন ধরে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও ব্যাংকের সদস্যরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে ব্যাংকের কার্যক্রম প্রায় আড়াই ঘন্টা বন্ধ থাকে। সংবাদ পেয়ে পূর্বের ব্যাংকের গ্রাহকেরা ব্যাংকের নিচে জমায়ত হয়। ব্যাংকের লেনদেন করতে না পেরে অনেকে বাড়ি চলে যায়।
এ ব্যাপারে ব্যাংকের গ্রাহকেরা জানান, বৃহস্পতিবার থেকে ব্যাংক বন্ধ থাকবে। তাই আজকে আসছি লেনদেন করতে কিন্তু আগুন লাগার কারণে আমরা লেনদেন করতে পারিনি। আমরা ক্ষতির মুখে পড়লাম।
এ ব্যাপারে ভাঙ্গা শাখা পূবালী ব্যাংকের ম্যানেজার আইরিন পারভিন জানান, ব্যাংকের ভেতর জেনারেটর রুমে হঠাৎ আগুন ধরে যায়। আগুনের ধোঁয়ায় ব্যাংকের ভিতরে আমরা চোখে মুখে দেখতে পারছিলাম না। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও আমাদের লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমাদের জেনারেটরটি সম্পূর্ণ পুড়ে যায়।
এছাড়া ব্যাংকের ভিতরে বিদ্যুতের সমস্যার কারণে ২ ঘণ্টা মত কার্যক্রম বন্ধ রাখা হয়। জেনারেটরটি ছাড়া আমাদের ব্যাংকের তেমন ক্ষতি হয়নি।