ঢাকাবুধবার , ৯ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গার পূর্বালী ব্যাংকের ভিতর আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে, আড়াই ঘন্টা বন্ধ কার্যক্রম,

Link Copied!

বুধবার সকাল দশটার দিকে ফরিদপুরের ভাঙ্গা পূর্বালী ব্যাংক শাখায় হঠাৎ আগুন ধরে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও ব্যাংকের সদস্যরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে ব্যাংকের কার্যক্রম প্রায় আড়াই ঘন্টা বন্ধ থাকে। সংবাদ পেয়ে পূর্বের ব্যাংকের গ্রাহকেরা ব্যাংকের নিচে জমায়ত হয়। ব্যাংকের লেনদেন করতে না পেরে অনেকে বাড়ি চলে যায়।

এ ব্যাপারে ব্যাংকের গ্রাহকেরা জানান, বৃহস্পতিবার থেকে ব্যাংক বন্ধ থাকবে। তাই আজকে আসছি লেনদেন করতে কিন্তু আগুন লাগার কারণে আমরা লেনদেন করতে পারিনি। আমরা ক্ষতির মুখে পড়লাম।

এ ব্যাপারে ভাঙ্গা শাখা পূবালী ব্যাংকের ম্যানেজার আইরিন পারভিন জানান, ব্যাংকের ভেতর জেনারেটর রুমে হঠাৎ আগুন ধরে যায়। আগুনের ধোঁয়ায় ব্যাংকের ভিতরে আমরা চোখে মুখে দেখতে পারছিলাম না। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও আমাদের লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমাদের জেনারেটরটি সম্পূর্ণ পুড়ে যায়।
এছাড়া ব্যাংকের ভিতরে বিদ্যুতের সমস্যার কারণে ২ ঘণ্টা মত কার্যক্রম বন্ধ রাখা হয়। জেনারেটরটি ছাড়া আমাদের ব্যাংকের তেমন ক্ষতি হয়নি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।